২০০ এসএমএস ৫ টাকায়। রবি এসএমএস অফার ২০১৯।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন।  আমার যে বন্ধুরা sms করতে ভালো বাসেন আজকের অফারটি শুধু তাদের জন্যই। কারণ আজকে আমি আপনাদের রবি এসএমএস অফার ২০১৯ এর বিস্তারিত সম্পর্কে জানাব ।রবি এসএমএস প্যাক 2019 এ আপনি পাচ্ছেন ৫ টাকাই ২০০ এস এম এস !!!!!

Robi sms offer 2019,  Robi to any number sms packge,  Robi 5 tk sms pack,  Robi 200 sms 30 bay offer ২০১৯.রবি টু যেকোনো নাম্বারের sms অফার  2019.



 রবি sms pack 2019 এর বিস্তারিত ;

→; রবি ২০০ এসএমএস প্যাক।

→‌‌; মুল্য মাত্র ৫ টাকা।

→; অফারটি নিতে  ডায়াল করোন ঃ *123*2*7*1#.

→; রবি sms চেক কোড ; এসএমএস এ পাবেন।

→;  মেয়াদ ৩০  দিন৷

→; যেকোনো নাম্বারে পাঠাতে পারবেন।




tag :
Robi sms offer 2019,  Robi to any number sms packge,  Robi 5 tk sms pack,  Robi 200 sms 30 bay offer ২০১৯.রবি টু যেকোনো নাম্বারের sms অফার  2019.

পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার ২০১৯ ডাউনলোড

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সবাইকে পবিত্র  মাহে রমজানের শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন।আজকে আমরা জেনে নিব পবিত্র মাহে রমজানের সময় সূচি ২০১৯। শুধু জানাই নয়...  আমনারা চাইলে এখান থেকে ডাউনলোড ও করতে পারবেন ২০১৯ সালের মাহে রমজানের ক্যালেন্ডার।রমজানের সময় সূচি জানা টা আমাদের কাছে খুবই গুরত্ব পূর্ন একটি বিষয়। কেননা সঠিক সময়ে সাহরি বা ইফতার করতে না পারলে রোজা পরিপূর্ণ হবে না। তো অাসেন আমরা দেখে নেই রমযান মাস 2019 কোন মাসের কত তারিখে শুরু হয়.......




  রমজান কেলেন্ডার  ২০১৯


Mahe Romjan wish sms 2021


Bismilahhir Rahmanir Rahim.
Romadan wish sms English....




## I want you to be in the realization of Ramadan that the wealth of wealthy Ravi is rewarded by the pawn rosadara ! God Tealala's donation, Mobarak Ho..Mobarak Ho..Majh Ramadan! ##


## They prayed for Iftar rojadarera the al-hadith ##


## rojadarera odor in the mouth of God is greater than Meshech ghranayukta al-hadith ##


##Fasting is coming forward, light and sinless, if you do not forgive sins, then do so. ##


#৳Do not forget that a fasting friend! Neither Qaza is a fakir, but it is possible to praise the Tarabir Prayer, if the king laughs, it is wrong to play! The difficult sentence of the wrong mistake! ##


#৳Come on, come ray. The great Ramadan of Allahdess Mahabharata will be the best of all the offerings of the Goddess of the sun arising from the sun, the end of the sin will end in the jungle, all believe in the truth, that it is bringing the pulse of saint grace!##



## Look at that! All friends ... Who will take the precious treasure of mine today? If you can take the diamond, panna, jewelery and jewelery for yourself, it will be the rich of the Hereafter or someone is rich in the next life, is there any money or any precious treasure? ##


## Give more donations, donate thawab nio, do not forget to take the tahajjudera tuku will not forget to read the Qur'an every day, the tune of the tune the heart of the heart of the Qur'an will be full of joy. ##


## Ramadan "1 month " Mercy " 4Of 3o days of" FDC " 72O H0urs of" blessing " 4320O minutes of " blessing "2592O0O seconds of" MAGHFIRAT ". ##



##Ramadan Mubarak SMS in Bangla 2019 This Ramadan can bring you a great deal of peace and prosperity. ##


## May Light of Light Over Light Can cross the world of peace The spirit of light could illuminate the world. Ramadan Mubar##


## If you do not pray fasting, do not pray khasarobu or brother kavu, or the king will be the lord of the lord, if you do fast, fasting, pray fasting, like time, do not be fasting today, if you do not fast, How much fun will be Meethheb ... ##


## Paradise Network Hall "Islam", ::: Sim is "Faith" ::: Bonus is "Ramadan", ::: Recharge is "Salat", :: and helpline "Quran". ##


## Fasting is coming forward, light and sinless, if you do not forgive sins, then do so.##


## In Ramadan. 55% of the US discount on all food items will be sold at the cost of food items per Qatar for its cost. Kuwait buy 50% discount and get 1 free of all food items. Saudi 25% discount on all food items. Bangladesh 5% discount The price of food items can increase 150% of the country Happy Ramadan, no friend can make our kafirir ##


## Today I pray that happiness to your door to be the first to knock on the late May Allah grant leave , peace, love, joy, and the health Happy Ramadan © 2019 ##

বাংলা বেস্ট ফানি পোস্ট ২০১৯ /২০। best bd funny face book post



বিসমিল্লাহহির রাহমানির রাহিম।  
বাংলা  বেস্ট ফেসবুক ফানি পোস্ট ২০১৯ /২০





নান্টু ও ছল্টুর মধ্যে কথোপকথন চলছে - নান্টু : শালা, এতদিনে একটা মেয়েও পটাতে পারিনি। ছল্টু : ও আচ্ছা, তুই কি মেয়েদের  পছন্দ করিস? নান্টু : হুম। ছল্টু : তুই কি চাস মেয়েরা তোকে ভালোবাসুক? নান্টু : হ্যাঁ, চাই। ছল্টু : তুই কি চাস মেয়েরা সারা দিন তোকে ঘিরে থাকুক? নান্টু : অবশ্যই চাই। ছল্টু : তাহলে বাজারে গিয়ে ফুসকা বিক্রি কর।



1. মন্টু  এক মেয়ের বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন- মন্টু : স্যার, প্রেম জিনিসটা কেমন? মেয়ের বাবা: প্রেম হলো স্বর্গীয় জিনিস, এর স্বাদ যে জীবনে পায়নি তাকে করি ঘৃণা। মন্টু:  আমি আপনার মেয়েকে ভালোবাসি।



2. ফুটপাতে এক কন্টু কে  শুয়ে থাকতে দেখে জামেদ আলি বলল- জামেদ : ওই ব্যাটা, আরামে ঘুমায় আছোস, কাম করতে পারোছ না? কন্টু; কাম কইরা কী করমু? লোক: কাম করলে টাকা কামাইতে পারবি। কন্টু;: টাকা কামাইয়া কী করমু? জামেদ; টাকা কামাইলে বাড়ি-গাড়ি হইবো।  কন্টু: বাড়ি-গাড়ি দিয়া কী করমু? জামেদ;  আরামে ঘুমাইতে পারবি। কন্টু (একটো জোর দিয়ে) : তো আমি এতক্ষণ কী করতাছিলাম শালা ?



3. আদালতে আসামির কাঠগড়ায় পঞ্চাশোর্ধ হাকু ;- উকিল: আপনি এক কুমারী মেয়েকে জড়িয়ে ধরছিলেন কেন? হাকু:; জজ সাহেব! আমার খুব ঠান্ডা লাগতেছিল তো । ঠিক তখনই দেখলাম এই মেয়েটির টি-শার্টে লেখা ছিলো যে , ‘আই অ্যাম হট’। তাই আমি একটু গরম হওয়ার জন্য ওকে জড়িয়ে ধরেছি।


4.
হব্বর  অনেক মদ খেয়ে বাড়িতে ঢুকলো। কিন্তু সে ঘরে না ঢুকে ভুল করে সরাসরি গোয়াল ঘরে ঢুকে পড়লো। তারপর গরুর লেজ ধরে বলল- মাতাল: কিগো বল্টুর মা, প্রতিদিন দুটো করে বেণী করো। আজ একটা বেণী কেন?


5.
প্রেমিকা:;  জানু, এবার ভালো করে দেখে বলো না,,, আমার শরীরের কোন অংশ সবচেয়ে সুন্দর?, প্রেমিক: হুম, সেটা হলো এমন একটা জিনিস; যেটা দেখতে নারিকেলের মতো গোল ও সাদা। তার ভেতরে আরো দুইটা বৃত্ত আছে, বৃত্তের উপর ডট। !!!!! প্রেমিকা: শয়তান!!!! কী বলতে চাস? প্রেমিক: সেটা হলো তোমার চোখ।


6.
নেকবর একবার পূর্ণিমা রাতে এক গোরস্থানের পাশ দিয়ে একা যাচ্ছিল। তার খুব ভয় ভয় লাগছিল! হঠাৎ দেখলো যে, এক লোক কবরের পাশে বসে আছে! লোকটিকে দেখে তার কাছে এগিয়ে গিয়ে বলল- পল্টু: একা একা ভয় লাগছিল! আপনাকে দেখে একটু সাহস হলো! কিন্তু এ সময় আপনি এখানে কী করেন? লোক: কবরে খুব গরম লাগতেছিল! তাই বাইরে এসে একটু বাতাস খাচ্ছি নেকবর তো পোরাই বেহশ!!!!!


7.
ছেলে : মা মা, আজকে কি ঈদ? মা : না তো, কেন কি হইছে? ছেলে : না মানে, ভাইয়াকে দেখলাম পাশের বাড়ির আপুর সাথে কোলাকুলি করছে। মা : কি বললি হারামজাদা!"""


8.
পল্টু প্রতিদিন অফিসে যাওয়ার সময় রসিকতা করে তার স্ত্রীকে বলে- পল্টু : বিদায়, ওগো চার সন্তানের মা। একই কথা প্রতিদিন শুনতে শুনতে বিরক্ত হয়ে একদিন পল্টুর স্ত্রী সত্যটা বলেই ফেলল- স্ত্রী : টা-টা, ওগো দুই সন্তানের বাবা।


9.
স্বামী : আমাকে সত্যি করে বলো, বিয়ের আগে তুমি কয়জনের সাথে প্রেম করেছো? স্ত্রী : ঠিক আছে দাঁড়াও। এই যে ড্রামটা দেখ। আমি যত ছেলেদের সাথে প্রেম করতাম, ততটি চাল এটাতে ফেলেছিলাম। স্বামী গিয়ে দেখল ওটাতে মাত্র দু’টি চাল আর ২শ’ টাকা আছে। দেখে এসে বলল- স্বামী : ও! মাত্র দু’জনের সাথে প্রেম করেছো? এই যুগে এগুলো কিছু না। স্ত্রী : তাই? স্বামী : কিন্তু এই দুইশ’ টাকা কিসের? স্ত্রী : টাকাটা কিসের বুঝলে না? স্বামী : না তো! স্ত্রী : গত সপ্তাহেও এই ড্রাম থেকে চার কেজি চাল বিক্রি করেছিলাম। এটা তারই টাকা।


10.
গিল্টু তার মা-বাবার একমাত্র সন্তান। সে বিয়ে করে স্ত্রীকে নিয়ে শহরে থাকে। একদিন গিল্টু তার মাকে ফোন করে বলল- গিল্টু : মা, একটা খুশির খবর আছে। মা : খুশির খবর! তো তাড়াতাড়ি বল? গিল্টু : মা, আমরা দু’জন থেকে এখন তিন জন হয়ে গেছি। মা : সংবাদটা এতো দেরিতে দিলি কেন? ছেলে হয়েছে নাকি মেয়ে? গিল্টু : না, মা। ওসব কিছু না। মা : তাহলে কী? গিল্টু : মা, আমার বউ আরও একটা বিয়ে করেছে।


11.
এক মেয়ে হেঁটে যাচ্ছে। লাল্টু তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি লাল্টুকে তাকিয়ে থাকতে দেখে বলল- মেয়ে : কী দেখছেন এভাবে? লাল্টু : আপনাকে। মেয়ে : শয়তান ছেলে! এভাবে তাকিয়ে আছিস কেন? জীবনে কি কখনো মেয়ে দেখিস নাই? তোর ঘরে কি মা-বোন নাই? লাল্টু : মা-বোন তো আছে, কিন্তু দাদি নাই! আপনি দেখতে একদম আমার দাদির মতো!


12.
চিকিৎসক : যে প্রেসক্রিপশনটা আপনাকে লিখে দিয়েছিলাম, তা ঠিকমতো ফলো করছেন তো? রোগী : ওই প্রেসক্রিপশনটা ফলো করলে নির্ঘাত মারা যেতাম। চিকিৎসক : মানে? রোগী : ওই প্রেসক্রিপশনটা ছাদ থেকে পড়ে গিয়েছিল যে।


13.
শিক্ষক : আমার হাত দেখছোস? বাবু : হ্যাঁ! শিক্ষক : এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব? বাবু : আমার পা দেখেছেন? শিক্ষক : কী, কী করবি তুই? বাবু : বেশি কিছু করব না। শুধু এক দৌড়ে পালিয়ে যাব।


14.
এক বৃদ্ধ বারে গিয়ে মদ গিলতো। আর মাতাল হয়ে তার গায়ের চাদর হারিয়ে আসতো। তাই তার স্ত্রী খুব বকতো। একদিন বৃদ্ধ ঠিক করলো, আজকে বারে যাওয়ার আগে গায়ের সাথে চাদরটা খুব টাইট করে গিট্টু দিয়ে নেবে। তাহলে আর হারাবে না। রাতের বেলা খুব করে মদ খেয়ে বৃদ্ধ বাসায় ফিরলো। ঢলতে ঢলতে স্ত্রীকে বলল- বৃদ্ধ : দেখেছো, আজকে গায়ের চাদর ঠিকঠাক আছে। স্ত্রী : তা ঠিক বলেছো, কিন্তু তোমার লুঙ্গি কই?


15.
একবার মোশাররফ করিম আমেরিকার একটি সমুদ্রসৈকতে সূর্যস্নান করছেন। এক ভদ্রলোক তার পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন- ভদ্রলোক: আর ইউ রিলাক্সিং? মোশাররফ: নো, আই অ্যাম মোশাররফ করিম। ভদ্রলোক এটা শোনার পর অবাক হয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর এক ভদ্রমহিলা মোশাররফ করিমকে জিজ্ঞেস করলেন- ভদ্রমহিলা: আর ইউ রিলাক্সিং? মোশাররফ: নো, আই অ্যাম মোশাররফ করিম। ভদ্রমহিলাও অবাক হয়ে চলে গেলেন। এমন আরো দু’জন একই প্রশ্ন করাতে মোশাররফ করিম বিরক্ত হয়ে উঠে হাঁটতে শুরু করলেন। একটু সামনে গিয়ে দেখেন বারাক ওবামা ছাতার নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। মোশাররফ করিম কী যেন মনে করে তাকে জিজ্ঞেস করলেন- মোশাররফ: আর ইউ রিলাক্সিং? ওবামা: ইয়েস, আই অ্যাম। বাট হোয়াই? এটা শোনার পর মোশাররফ করিম কষে এক থাপ্পড় মারলেন বারাক ওবামাকে। রাগে ফুসতে ফুসতে বললেন- মোশাররফ: ওরে, ফইন্নির ঘরে ফইন্নি, ওইদিকে তরে সব মানুষ খুঁজতাছে আর তুই এইহানে ছাতার তলে বইয়া বাতাস খাইতাছোস?


16.
বাংলা ব্যাকরণ পড়ানোর সময় শিক্ষক অন্যমনস্ক এক ছেলেকে বললেন- শিক্ষক: এই ছেলে, সর্বনাম পদের দুইটা উদাহরণ দাও তো। ছেলেটি হকচকিয়ে দাঁড়িয়ে বলল- ছাত্র: কে? আমি? শিক্ষক: গুড, হয়েছে। বসো।


17
মা ছেলেকে দুধ খেতে বলছে কিন্তু ছেলে দুধ খাচ্ছে না- মা: বাবা, দুধটা খেয়ে নে। তোর অনেক বুদ্ধি হবে। তুই আইনস্টাইন হতে পারবি। ছেলে: মা মা, সত্যি কি দুধ খেলে আইনস্টাইন হওয়া যায়? মা: হ্যাঁ রে, বাবা দুধ খেলে আইনস্টাইন হওয়া যায়। ছেলে: তাহলে গরুর বাচ্চাগুলো মানে আইনস্টাইন না হয়ে বড় হয়ে গরু হয় কেন?



৩০ দিনেই ফর্সা হওয়ার প্রাকৃতিক নিয়মাবলী / উপায়য় গুলো।

 বিসমিল্লাহহির রাহমানি্ রাহিম।
বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা পৃথিবীর সকল মানুষই সুন্দরের পূজারি। তাই মানুষ তার চেহারাকে উজ্জল করার জন্য ব্যাবহার করে থাকে বিভিন্ন ধরনের ক্রিম। আর সাময়িক সুন্দরযের জন্য ব্যাবহার করে থাকে মেকাম।কিন্তু এই ব্যাবহারের ফলে আপনার ত্বকের ব্যাপক ক্ষতি সাধন করছে। হচ্ছে চর্ম রোগ ও ত্বক ক্যানসারের মত রোগ। সুতরাং এই সব ব্যাবহার না করাই ভালো। এখন আপনারা বলবেন তাহলে যারা কালো থেকে ফর্সা হতে চায় তারা কি করবে..? তারা কি কোন চেশ্টায় করবে না ফুখ কে উজ্জল করতে..? হ্যা অবস্যই করবে তবে কোন আজে বাজে ক্রিম অথবা মেকাম দিয়ে নই সমপূর্ন প্রাকৃতিক উপায়ে। আসোন এবাব দেখে নিই কিবাবে প্রাকৃতিক উপায়ে ফর্সা হওয়া যায়।  








পেঁপে এবং ডিমের মাস্ক

প্রথমেই আপনাদের জানাবো পেপে আর ডিমের কার্যকারিতা সমর্পকে। আপনি দেখবেন পেঁপে আর ডিম একসঙ্গে ব্যবহার করলে ত্বকের রঙ ধীরে ধীরে ফর্সা হচ্ছে আর হালকা হবে। তার সঙ্গে আসছে একটা সুন্দর উজ্জ্বল ভাব। ডিমের প্রোটিন আপনার ত্বককে টানটান রাখবে। অার এর সঙ্গে দই যখন যোগ হবে তখন তা আপনার স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করবে।



★ যেবাবে ব্যাবহার করবেন। ★

প্রথমে ৩ চামচ পেপের রস,তারপর ২ চামচ দই, এরপর ৪ চামচ অ্যাপেল সিডার ভিনিগার, ৩ চামচ আমন্ড অয়েল, গ্লিসারিন ও একটি ডিমের সাদা অংশ টুকু নিন । গ্লিসারিন আর ডিম ছাড়া বাকি সবকটি উপকরণ একটি পাত্রে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটা ঘন পেস্ট মতো তৈরি হবে। সেটা এবার ফ্রিজে রেখে দিন ঘণ্টা দুয়েকের মতো। তারপর বের করে তাতে দিন গ্লিসারিন আর ডিমের সাদা অংশ। খুব ভালো করে মেশান। এবার এই পেস্ট মুখে মাখুন আর রেখে দিন প্রায় 20 থেকে 25 মিনিট। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।



<< বেসন এবং যেকনো লেবুর রস >>

ত্বকের জন্য যে বেসন কতটুকু উপকারি সেটা আমরা সবাই জানি। আর লেবু খুব ভালোভাবে ত্বককে পরিষ্কার করে সেটাও কাররো অজানা থাকার কথা না। ।



★ যেবাবে ব্যাবহার করবেন। ★

আপনি ৩ চামচ বেসন নিন, তারপরে ২ চামচ লেবুর রস, ১ চামচ হলুদ গুঁড়া ও সামান্য গোলাপ জল নিয়ে নিন । সবকটি উপকরণ খুব ভালো করে একটি পাত্রে একসাথে মিশিয়ে নিন। তারপর তা মুখে মাখুন। মিশ্রণটা মুখে শুকোতে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ভালো ধুয়ে নিন। এটা আপনি সপ্তাহে দুদিন করতে পারেন। হলুদ আপনার ত্বকে উজ্জ্বলতা বাড়াবে আর এর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান কোনো রকম দাগ হতে দেবে না।আর কিছু দিন ব্যাবহারেই আপনি বুজে যাবেন এটা কতটুকু কার্যকরি।




মধু আর লেবুর  রসের প্যাক 

লেবুর রস মুখ পরিষ্কার করে এটা এর আগেও বলা হয়েছে। , ডিটক্সিফাই করে সেটা তো আমরা সবাই জানি। সঙ্গে মধু খুব সুন্দর ভাবে মুখের ময়েশ্চার ধরে রাখে সেটাও সবার জানা আছে । তাই এই মাস্ক কিন্তু খুব কার্যকরী ও উপকারি। ।



★ যেবাবে ব্যাবহার করবেন। ★

২ চামচ মধু ও ২ চামচ লেবুর রস নিন। দুটি উপকরণ মিশিয়ে মুখে মাখে দিন । তারপর তা রেখে দিতে হবে 20-25 মিনিট। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সপ্তাহে দুই থেকে তিন দিন এটা বাবহার করোন।




দুখ  ও লেবুর রসের প্যাক। 
ত্বককে দুধের মত ফর্সা করতে চাইলে দুধের বিকল্প কিছু নাই। এটি ত্বককে পরিষ্কার করে, কোমল রাখে।



★ যেবাবে ব্যাবহার করবেন।


প্রথমে 3 চামচ দুধ নিন, 2 চামচ লেবুর রস নেবেন, আর 1 চামচ মধু ও 1 হলুদ গুঁড়া নিন। একটি পাত্রে দুধ নিয়ে তাতে বাকি সকল উপকরণ ভালো ভাবে মিশ্রন করোন। তারপর এই প্যাক মুখে মাখুন। শুকোতে দিন আর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে কমপক্ষে এক দিন করে করুন।সবচেয়ে মজার বিষয় হলো এটি মেকামের মত সংগে সংগে কাজ করবে।



টমেটো ও মধুর প্যাক 


আপনার মুখে যদি কোন রকমের রোদের থেকে হওয়া পোড়া দাগ থাকে বা মুখ অতিরিক্ত কালো হতে শুরু করে, তবে এই টিপস টি আপনার জন্য। টমেটো এই দাগ খুব ভালোভাবে দূর করতে পারে।



★ যেবাবে ব্যাবহার করবেন। ★

একটি টমেটো ও 4 চামচ মধু নিন। একটি পাত্রে আগে টমেটো ভালোবাবে চটকে নিন। তার মধ্যে এবার মধু মিশিয়ে ভালো করে মিশ্রন করোন । এই প্যাক মুখে মেখে রেখে দিন 25 মিনিট মতো। তারপর গরম পানিতে ধুয়ে নিন। মুখ সঙ্গে সঙ্গেই তরতাজা লাগবে।



পোস্ট টি ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর শেয়ার করে অন্য বন্ধুদের জানাবেন যাতে তারা উপকার লাভ করতে পারে।  

দেখুন কিবাবে মোবাইলের এর ম্যাসেন্জার এ ডার্কমোড অপশন চালো করতে হবে । HOW TO ADDED DRACK MOOD options on my mobile.

বিসমিল্লাহহির রাহমানির রাহিম।
 বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্তমানে যোগাযোগের অন্যতম সেরা মাধ্যম হলো ফেসবুক ম্যাসেন্জার। আমরা বিনামূল্যে বা নাম মাত্র খরচে। তাই আমরা অনেক বেশি আকৃশ্ট হয়ে পরেছি ম্যাসেন্জার এর উপর। কিন্তু অতিরিক্ত ব্যাবহারের কারণে আমাদের চোখের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। তাই বন্ধুরা মেসেন্জার নিয়ে এলো ডার্ক মোড। যা আমাদের চোখের ক্ষতি সাধন কমিয়ে দিবে অনেক। এবার আপনাদের দেখাবো কিবাবে মোবাইলে ডার্ক মোড অপসন চালো করবেন।

চাঁদের ইমোজি দিলেই চালো ডার্ক মোড!!!!!!!!



 →ঃ আপনি আপনার মোবাইলের মেসেন্জার এ ডার্ক মোড চালো করতে হলে প্রথমে আপনাকে ম্যসান্জার টি গুগল প্লে স্টোর আপডেট করতে হবে। →ঃ 


তারপর আপনি আপনার যেকোন ফেন্ড কে একটি নতুন চাদের ইমোজি পাঠাবেন। 


 →ঃ তারপর উপর থেকে যদি চাঁদ পরে তাহলে আপনার ফোনে ডার্ক মোড অপসন টি চালো হয়ে গেছে। 

→ঃ এবার আপনি আপনার প্রোফালে গিয়ে ডার্কমোড অপশন অন / অফ করতে পারবেন।

HSSC EXAM RUTINE 2019 FREE DOWNLOAD / এইচ এস সি পরিক্ষার সময়সূচি ফ্রি ডাউনলোড pdf, photo,image




বিসমিল্লাহহির রাহমানির রাহিম।
সকল এইচ এস সি পরিক্ষারতি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেনন। তোমাদের পরিক্ষা ভালো  হোক এই কামনা করি সবসময়।  

HSC EXAM RUTINE 2019.



এইচএসসি পরীক্ষা রুটিন ২০১৯ ডাউনলোড, এইচএসসি পরীক্ষা রুটিন ২০১৯, এইচএসসি পরীক্ষার রুটিন২০১৯  রাজশাহী বোর্ড, এইচএসসি পরীক্ষার রুটিন২০১৯ অ্যাসাম, এইচএসসি পরীক্ষার নিয়মি সিলেট বোর্ড,২০১৯, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 চট্টগ্রাম বোর্ড, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 বু, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 ২01২ সালে রাজশাহী, এইচএসসি পরীক্ষার রুটিন, এইচএসসি পরীক্ষার রুটিন 2019, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019, রাজশাহী বোর্ড 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 বিএম, বুয়েদ.ডিএসবি পরীক্ষার রুটিন 2019, বুশ এইচএসসি দ্বিতীয় বছরের পরীক্ষার রুটিন 2019, এইচএসসি টেকনিক্যাল (বৃত্তিমূলক) শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 কুমিল্লা বোর্ড, এইচএসসি পরীক্ষার রুটিন 2019.com, এইচএসসি পরীক্ষা রুটিন 2019 ডাউনলোড পিডিএফ, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 শিক্ষাবোর্ড.gov.bd, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 শিক্ষা বোর্ড, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019, এইচএসসি চূড়ান্ত পরীক্ষা 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 মানবতা, এইচএসসি পরীক্ষার রুটিন 2019, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 মাদ্রাসা বোর্ড, 2019 এর এইচএসসি পরীক্ষার রুটিন, এইচএসসি পরীক্ষা রুটিন 2019, এইচএসসি পরীক্ষা রুটিন 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 পিডিএফ, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 প্রকাশিত, এইচএসসি পরীক্ষা রুটিন 2019 ছবি, এইচএসসি পরীক্ষা রুটিন 2019 বিজ্ঞান, এইচএসসি পরীক্ষা পরীক্ষার রুটিন 2019, এইচএসসি পরীক্ষার হার 2019, এইচএসসি পেশাগত পরীক্ষা রুটিন 2019, www.hsc পরীক্ষা রুটিন 2019, www.bou এইচএসসি পরীক্ষার রুটিন 2019 www.bou.edu.bd এইচএসসি পরীক্ষার রুটিন 2019, এইচএসসি প্রথম বছরের পরীক্ষার রুটিন 2019, বু এইচএসসি প্রথম বছরের পরীক্ষার রুটিন 2019hsc exam routine 2019 download,hsc exam routine 2019 jessore board,hsc exam routine 2019 rajshahi board,hsc exam routine 2019 assam,hsc exam routine 2019 sylhet board,hsc exam routine 2019 chittagong board,hsc exam routine 2019 bou,hsc exam routine 2019 all board,hsc exam routine 2019 rajshahi,hsc exam routine 2019 rajshahi board 2018,hsc exam routine 2019 bm,bou.edu.bd hsc exam routine 2019,bou hsc 2nd year exam routine 2019,hsc technical (vocational) education board hsc exam routine 2019,hsc exam routine 2019 comilla board,hsc exam routine 2019.com,hsc exam routine 2019 download pdf,hsc exam routine 2019 educationboard.gov.bd,hsc exam routine 2019 education board,hsc exam er routine 2019,hsc final exam routine 2019,hsc exam routine 2019 humanities,hsc exam routine in 2019,hsc exam routine 2019 madrasah board,hsc exam routine of 2019,open hsc exam routine 2019,open school hsc exam routine 2019,hsc exam routine 2019 pdf,hsc exam routine 2019 published,hsc exam routine 2019 pic,hsc exam routine 2019 science,hsc test exam routine 2019,the routine of hsc exam 2019,hsc vocational exam routine 2019,www.hsc exam routine 2019,www.bou hsc exam routine 2019 www.bou.edu.bd hsc exam routine 2019,hsc 1st year exam routine 2019,bou hsc 1st year exam routine 2019
এইচএসসি পরীক্ষা রুটিন ২০১৯ ডাউনলোড, এইচএসসি পরীক্ষা রুটিন ২০১৯, এইচএসসি পরীক্ষার রুটিন২০১৯ রাজশাহী বোর্ড, এইচএসসি পরীক্ষার রুটিন২০১৯ অ্যাসাম, এইচএসসি পরীক্ষার নিয়মি সিলেট বোর্ড,২০১৯, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 চট্টগ্রাম বোর্ড, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 বু, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 ২01২ সালে রাজশাহী, এইচএসসি পরীক্ষার রুটিন, এইচএসসি পরীক্ষার রুটিন 2019, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019, রাজশাহী বোর্ড 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 বিএম, বুয়েদ.ডিএসবি পরীক্ষার রুটিন 2019, বুশ এইচএসসি দ্বিতীয় বছরের পরীক্ষার রুটিন 2019, এইচএসসি টেকনিক্যাল (বৃত্তিমূলক) শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 কুমিল্লা বোর্ড, এইচএসসি পরীক্ষার রুটিন 2019.com, এইচএসসি পরীক্ষা রুটিন 2019 ডাউনলোড পিডিএফ, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 শিক্ষাবোর্ড.gov.bd, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 শিক্ষা বোর্ড, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019, এইচএসসি চূড়ান্ত পরীক্ষা 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 মানবতা, এইচএসসি পরীক্ষার রুটিন 2019, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 মাদ্রাসা বোর্ড, 2019 এর এইচএসসি পরীক্ষার রুটিন, এইচএসসি পরীক্ষা রুটিন 2019, এইচএসসি পরীক্ষা রুটিন 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 পিডিএফ, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 প্রকাশিত, এইচএসসি পরীক্ষা রুটিন 2019 ছবি, এইচএসসি পরীক্ষা রুটিন 2019 বিজ্ঞান, এইচএসসি পরীক্ষা পরীক্ষার রুটিন 2019, এইচএসসি পরীক্ষার হার 2019, এইচএসসি পেশাগত পরীক্ষা রুটিন 2019, www.hsc পরীক্ষা রুটিন 2019, www.bou এইচএসসি পরীক্ষার রুটিন 2019 www.bou.edu.bd এইচএসসি পরীক্ষার রুটিন 2019, এইচএসসি প্রথম বছরের পরীক্ষার রুটিন 2019, বু এইচএসসি প্রথম বছরের পরীক্ষার রুটিন 2019hsc exam routine 2019 download,hsc exam routine 2019 jessore board,hsc exam routine 2019 rajshahi board,hsc exam routine 2019 assam,hsc exam routine 2019 sylhet board,hsc exam routine 2019 chittagong board,hsc exam routine 2019 bou,hsc exam routine 2019 all board,hsc exam routine 2019 rajshahi,hsc exam routine 2019 rajshahi board 2018,hsc exam routine 2019 bm,bou.edu.bd hsc exam routine 2019,bou hsc 2nd year exam routine 2019,hsc technical (vocational) education board hsc exam routine 2019,hsc exam routine 2019 comilla board,hsc exam routine 2019.com,hsc exam routine 2019 download pdf,hsc exam routine 2019 educationboard.gov.bd,hsc exam routine 2019 education board,hsc exam er routine 2019,hsc final exam routine 2019,hsc exam routine 2019 humanities,hsc exam routine in 2019,hsc exam routine 2019 madrasah board,hsc exam routine of 2019,open hsc exam routine 2019,open school hsc exam routine 2019,hsc exam routine 2019 pdf,hsc exam routine 2019 published,hsc exam routine 2019 pic,hsc exam routine 2019 science,hsc test exam routine 2019,the routine of hsc exam 2019,hsc vocational exam routine 2019,www.hsc exam routine 2019,www.bou hsc exam routine 2019 www.bou.edu.bd hsc exam routine 2019,hsc 1st year exam routine 2019,bou hsc 1st year exam routine 2019






tag:
এইচএসসি পরীক্ষা রুটিন ২০১৯ ডাউনলোড, এইচএসসি পরীক্ষা রুটিন ২০১৯, এইচএসসি পরীক্ষার রুটিন২০১৯ রাজশাহী বোর্ড, এইচএসসি পরীক্ষার রুটিন২০১৯ অ্যাসাম, এইচএসসি পরীক্ষার নিয়মি সিলেট বোর্ড,২০১৯, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 চট্টগ্রাম বোর্ড, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 বু, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 ২01২ সালে রাজশাহী, এইচএসসি পরীক্ষার রুটিন, এইচএসসি পরীক্ষার রুটিন 2019, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019, রাজশাহী বোর্ড 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 বিএম, বুয়েদ.ডিএসবি পরীক্ষার রুটিন 2019, বুশ এইচএসসি দ্বিতীয় বছরের পরীক্ষার রুটিন 2019, এইচএসসি টেকনিক্যাল (বৃত্তিমূলক) শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 কুমিল্লা বোর্ড, এইচএসসি পরীক্ষার রুটিন 2019.com, এইচএসসি পরীক্ষা রুটিন 2019 ডাউনলোড পিডিএফ, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 শিক্ষাবোর্ড.gov.bd, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 শিক্ষা বোর্ড, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019, এইচএসসি চূড়ান্ত পরীক্ষা 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 মানবতা, এইচএসসি পরীক্ষার রুটিন 2019, এইচএসসি পরীক্ষার নিয়মিত 2019 মাদ্রাসা বোর্ড, 2019 এর এইচএসসি পরীক্ষার রুটিন, এইচএসসি পরীক্ষা রুটিন 2019, এইচএসসি পরীক্ষা রুটিন 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 পিডিএফ, এইচএসসি পরীক্ষার রুটিন 2019 প্রকাশিত, এইচএসসি পরীক্ষা রুটিন 2019 ছবি, এইচএসসি পরীক্ষা রুটিন 2019 বিজ্ঞান, এইচএসসি পরীক্ষা পরীক্ষার রুটিন 2019, এইচএসসি পরীক্ষার হার 2019, এইচএসসি পেশাগত পরীক্ষা রুটিন 2019, www.hsc পরীক্ষা রুটিন 2019, www.bou এইচএসসি পরীক্ষার রুটিন 2019 www.bou.edu.bd এইচএসসি পরীক্ষার রুটিন 2019, এইচএসসি প্রথম বছরের পরীক্ষার রুটিন 2019, বু এইচএসসি প্রথম বছরের পরীক্ষার রুটিন 2019hsc exam routine 2019 download,hsc exam routine 2019 jessore board,hsc exam routine 2019 rajshahi board,hsc exam routine 2019 assam,hsc exam routine 2019 sylhet board,hsc exam routine 2019 chittagong board,hsc exam routine 2019 bou,hsc exam routine 2019 all board,hsc exam routine 2019 rajshahi,hsc exam routine 2019 rajshahi board 2018,hsc exam routine 2019 bm,bou.edu.bd hsc exam routine 2019,bou hsc 2nd year exam routine 2019,hsc technical (vocational) education board hsc exam routine 2019,hsc exam routine 2019 comilla board,hsc exam routine 2019.com,hsc exam routine 2019 download pdf,hsc exam routine 2019 educationboard.gov.bd,hsc exam routine 2019 education board,hsc exam er routine 2019,hsc final exam routine 2019,hsc exam routine 2019 humanities,hsc exam routine in 2019,hsc exam routine 2019 madrasah board,hsc exam routine of 2019,open hsc exam routine 2019,open school hsc exam routine 2019,hsc exam routine 2019 pdf,hsc exam routine 2019 published,hsc exam routine 2019 pic,hsc exam routine 2019 science,hsc test exam routine 2019,the routine of hsc exam 2019,hsc vocational exam routine 2019,www.hsc exam routine 2019,www.bou hsc exam routine 2019 www.bou.edu.bd hsc exam routine 2019,hsc 1st year exam routine 2019,bou hsc 1st year exam routine 2019