Showing posts with label লাইফ স্টাইল।. Show all posts
Showing posts with label লাইফ স্টাইল।. Show all posts

বাংলা ধাঁধাঁ ও মজার উত্তর ২০২১-২২


 বিসমিল্লাহির রাহমানির  রাহিম। 
বাংলা  ধাঁধাঁ  ২০২১

ছয় পা বারো হাঁটু, জাল ফেলেছে। মাছ নেই জল নেই, ডাঙাতেই থেকেছে।\দ



উত্তর: মাকড়শা।



চলতে চলতে তার চলা হয় ভার, আজব জিনিস মাথাটি কাটলে চলবে আবার।



উত্তর: পেন্সিল।



খেয়ালে ভোজন, ধ্যানে করে স্নান।দদ একসঙ্গে তিন কাজ, করে কোনজন......?



উত্তর: মাছরাঙা।



খাই কিন্তু দেখি নাই, খেয়ে খেয়ে মজা পাই।\n



উত্তর: বাতাস।



খুব ভোরেতে পাবে তাকে, সন্ধ্যে বেলায়ও পাবে। উপর থেকে দেখলে পরে, পড়বে তোমার চোখে।



উত্তর: শুকতারা।



চার বর্ণে ফলের নাম, সামনের তিনটি কেটে দিলে প্রয়োজনীয় একটি পানীয় হয়।



উত্তর: করমচা।



চার বর্ণের দেশ যে, খেলাধুলা করে। শেষের দুই বর্ণ বাদ দিলে তার থেকে জল পড়ে।



উত্তর: কলম্বিয়া।



আকাশ থেকে পড়ল গোটা তার মধ্যে রউ (রক্ত) যে না বলতে পারে সে পাগলের বউ।



উত্তর: কালো জাম।



উপরে তিতা ভিতরে মিঠা লেবুর দলে বাস। এই কথাটি বলতে গেলে লাগে তিন মাস।



উত্তর: জাম্বুরা।



উল্টে যদি দাও মোরে\n হয়ে যাব লতা কে আমি ভেবে-চিন্তে বলে ফেলো তা।



উত্তর: তাল।



ছোট্ট একটা ঘরের মধ্যে সাতটা বাড়ি যে না বলতে পারে তার সঙ্গে আড়ি।



উত্তর: চালতা।



বাগান থেকে আসল বুড়ি থালায় দিল প্রসাব করি



উত্তর: লেবু।



এতটুকু ঘর চুনকাম করা কোনো মিস্ত্রির সাধ্য নাই ভেঙে আবার গড়া।



উত্তর: ঝিনুক।



তিন অক্ষরে নাম তার, মাঝের অক্ষর কেটে দিলে হয় রং। শেষের অক্ষর কেটে দিলে কঠোর পরিশ্রম।



উত্তর: কাজল।



জিনিসটার এমন কী গুণ  টাকা করে দেয় দ্বিগুণ?ড়



উত্তর: আয়নার সামনে টাকা ধরুন।



একজন হাসে, একজন ভাসে একজন মাটিতে থাকে বসে।



উত্তর: শাপলা, ডাটা বা লাইল ও শামুক। ।



লক্ষ বছর ধরে থাকলেও এটিকে একটানা এক মাসের বেশি দেখি যায় না।



উত্তর: চাঁদ।



তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে উত্তরটা বলো দেখি/ চেষ্টা করে নিজে?



উত্তর: টাওয়েল বা গামছা।



ঘাড় আছে, মাথা নেই ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই? বলো তো কী?



উত্তর: বোতল।



মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ  বল তো জিনিসটার কী নাম?



  উত্তর: মুজা/দস্তানা।



বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না আর?



উত্তর: মানুষের বয়স।



নয়া জামাই গোছল করে কোন সে বাপের ছা? শত কলসি পানি  ঢাললেও ভেজে না তার গা।



উত্তর: কচুপাতা।



বন থেকে বাহির হয় ওঝা পাছায় লাঠি মাথায় বোঝা। এইটা কি?



উত্তর: আনারস।



শুভ্রবাসান দেহ তার, করে মানুষের অপকার। চিতায় তারে পুড়িয়া মারে, তবু সে উহ আহ না করে।



উত্তর: সিগারেট।



দুই অক্ষরের নাম তার পৃথিবীতে থাকে। শেষের অক্ষর বাদ দিলে, সেই নামেই ডাকে!



উত্তর: কা কা।



গাছে নাই, পাতায় নাই। ফুলে আছে, ফলে আছে।



উত্তর: ল বর্ণ।



শুঁড় দিয়া কাজ করি, নাহি আমি হাতি। পরহিতে খাটি সদা, তবু খাই লাথি।



উত্তর: ঢেঁকি।



তিন অক্ষরে নামটি তার আছে সবার ঘরে, প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে, মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে।



উত্তর: বিছানা।



তিন বর্ণে নাম তার পুস্প কুরে বাস, দুয়ে তিনে হের মোরে ফরেতে প্রকাশ এ তিনে যাহা পাও তারে খেরে সবে, বরো দেখি কোন নামে চলি ভবে।



উত্তর: বকুল ফুল।



মুখেতে খেলে চুমু হাসে খল খল পেটের মাঝে শুধু জল করে ছল ছল ।



উত্তর:১৯। হুক্কা



বেটির নাম পার্বতী নাচতে নাচতে গর্ভবতী ।



উত্তর:১৮। নাটাই সুতা



গলা জরিয়ে আসে রসিক যুবতী কোমরে বসায়ে সমতনে বসতি ।



উত্তর: ১৭। কলসি



শুইতে গেলে দিতে হয়  না দিলে ক্ষতি হয় ।



উত্তর:১৬। দরজার খিল



জামাই এল কাজে বলতে পারিনা লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙয়ের মাঝে ।



উত্তর:১৫। গাই দোহান



দৌড়িয়ে গিয়ে জরিয়ে ধরে করছে টানাটানি মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি ।



উত্তর:১৪। খেজুর গাছ থেকে রস পড়া



চিৎ করে ফেলে উপর করে এমন করা করে, গহ্না শুদ্ধ নড়ে ।



উত্তর:১৩। গয়না পড়ে শীল পাটায় মসলা বাটা



এটার ভিতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া\n বাইরের লোকে যত ঠেলে , মুখটি মোটে নাহি খোলে ।



উত্তর:১২। দরজার খিল



পাচ বেটায় ধরে, বত্রিশ বেটায় করে এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে ।



উত্তর:১১। ভাত খাওয়া



হাত আছে পা আছে মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা ।



উত্তর:১০। শার্ট



দুই ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া, পড়ে দেয় ছাড়িয়া ।



উত্তর:৯। যাতি দ্বারা সুপারি কাটা



ফুটোর মধ্যে দিয়ে ফাটা, নড়েছরে পড়ে আঠা, বল, কি বুঝেছিস বেটা?\



উত্তর:৮। দোয়াত, কলম কালি



বুড়োদের ন’বার ছ’বার ছোকরাদের একবার ।



উত্তর:৭। সুই সুতা পরান



ঘসা দিলে মিটে আশা নইলে পড়ে সব নিরাশা ।



উত্তর:৬। ম্যাচ



আইছি কাজে, কইনা লাজে, আছে দুই লরা তার মাঝে ।



উত্তর:৫। গাভির দুধ



ঢোকেনা, তবুও ঢোকাও কেন পরের মেয়ে কাদাও, পারলে উত্তর দাও?



উত্তর:৪। হাতের চুড়ি



বিয়ের সময় দাদা দেয় একবার সারাজীবন বৌদি দেয় দেয় বারবার ।



উত্তর:৩। সিঁদুর



অল্প দিলে ভাল লাগেনা, বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌকে আন্দাজ মত দিস । 



উত্তর:১। লবণ



কোন ড্রেস পৃথিবীর সবার আছে কিন্তু কেউ গায়ে পড়েনা। বলুন দেখি,,,?



উত্তরঃ এডড্রেস।



ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোজে, কখনো খুলে থাকে ঘরে ।



উত্তর:। তালাচাবি











tag+:; bangla koutuk, dada, বাংলা ধাধা,  বোকা বানানোর ধাধাা,

মহান ব্যাক্তিত্বদের কিছু বাস্তব অমর বাণী।

বিসমিল্লাহির রাহমানির রাহিম । 
আশা করি সবাই ভালো আছেন  বন্ধুরা।  পৃথিববীতে আজ পর্যন্ত অনেক মানুষ এসেছেন আবার চলে গেছেন ওপারে । কারন কেউ এই পৃথিববীর  মাঝে চিরস্হায়ি নয়। তবে অনেকেই অমর হয়ে আছেন তাদের কর্মের মাধ্যমে । তাদে কথা পৃথিববীর মানুষ স্বরণ রাখবে।  আর তাই আজকে সেই বিখ্যাত ব্যাক্তিদের কিছু স্বরনীয় বাণী তুলে ধরলাম আপনাদের জন্য।   



নিউটনের চতুর্থ সূত্রঃ তুমি যদি ভোর ৬.০০ টায় অতিরিক্ত ৫ মিনিট  ঘুমানোর জন্য চোখ বন্ধ করো, চোখ  খুলে দেখবে যে ৭.৪৫ বাজে কিন্তু যদি ক্লাসে বসে বোরিং লেকচার  শুনতে শুনতে ১২.৩০ টায় ৫ মিনিটের জন্যে চোখ  বন্ধ করো, চোখ খুলে দেখবে যে ১২.৩১ বাজে



আপনি হাসেন না, কারণ  বুড়ো হয়ে যাচ্ছেন  আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, কারণ  আপনি হাসেন না। #মরিস চেবালিয়ার



আমি বিয়ে করতে ভালবাসি। কারন সারা জীবন জালানোর  জন্য নির্দিষ্ট একজনকে  খুঁজে পাওয়া সত্যিই খুব মজার। #রিটা রুডনা



সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা,  আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া। #থেলিসর



যে-দিনটিতে হাসা গেল না, সে দিনটাই সবচেয়ে ব্যর্থ #নিকোলাস চ্যামফোর্ট



কম বয়সি মেয়েরা রসগোল্লার মত, যেখানে রাখবে সেখানেই পিপড়ে ধরবে #শংকর



বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে #জন মিলটন



আমি ব্যার্থতা কে মেনে নিতে পারি  কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।  #মাইকেল জর্ডান



কেউ যদি আপনার জীবন থেকে স্বেচ্ছায়  চলে যেতে চায় তাকে যেতে দিন, সে হয়তো আপনার জীবনে তার থেকেও ভালো কারো আসার  জন্য জায়গা করে দিচ্ছে।



মনে রাখবেন, আপনি কে বা আপনার  কি আছে তার উপর আপনার সুখ  নির্ভর করেনা, আপনার সুখ নির্ভর  করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। #ডেল কার্নেগী



সুখ-দুঃখ হচ্ছে একই সুতোয় বাঁধা দুই প্রান্ত, কোন ভাবে সুখের প্রান্তটি বাতাসে বাঁকিয়ে গেলে দুঃখের দেখা মেলে।



কখনও আশা ছেড়ে দিবেন না কারন, আপনি জানেন না আপনি লক্ষ্যের কত কাছে আছেন।



কাউকে ততটা বিশ্বাস করা উচিত নয়, যতটা করলে মাঝে মাঝে নিজেকেই নিজে অবিশ্বাস করার অবস্থা চলে আসে, মনে হয় সে যা বলে তাই হয়তো ঠিক।



#পরীক্ষায় কয়েকটি বিষয়ে ফেল করেছিলাম আমি। আমার বন্ধু পাস করেছিল সব বিষয়েই। এখন সে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার, আর আমি মালিক। #বিল গেটস



মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে #হুমায়ূন আজাদ



সত্যি সত্যিই কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি,\n আর না চাইলে পাবেন অজুহাত।#জিম রন



আগে কারো সাথে পরিচয় হ’লে জানতে ইচ্ছে হতো সে কী পাশ? এখন কারো সাথে দেখা হ’লে জানতে ইচ্ছে হয় সে কী ফেল? #হুমায়ূন আজাদ



সন্ধ্যায় ঘরে ফিরে একটু ভালোবাসা, একটু আদর, একটু কোমলতা পাওয়া– একে এক কথায় কি বলে বলতে পারেন? একে বলে আপনি ভুল বাসায় এসেছেন। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায় #সমরেশ মজুমদার



তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্র মাণ করে- তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ।



বিষয়টি মজার যে একটি ছেলের জীবনে যখন কোন ধরনের দুশ্চিন্তা থাকে না, সে বিয়ে করে। এটা অনেকটা সুখে থাকতে ভূতে কিলানোর মত।



#মজার ব্যাপার হলো, একটা মানুষের যখন ভয় পাওয়ার মতো কিছুই থাকে না, তখন তিনি বিয়ে করে ফেলেন। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রাণীও বটে। #রবীন্দ্রনাথ ঠাকুর



বাচ্চাদের টাকা-পয়সার মূল্য বোঝানোর সহজ উপায় হলো তাদের কাছ থেকে কিছু ধার করা। #অজ্ঞাত



পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি  #হুমায়ূন আজাদ



মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করেনা, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর।



সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয়। এটা হল নিপাতনে সিদ্ধ। সুন্দরীরা মনে প্রাণে জানে তারা সুন্দর। তাদের চেষ্টাই থাকে তাদের ঘিরে যা থাকবে সবই সুন্দর হবে।



একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না | আপনি কখনই পারবেন না | কাউকে না  কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে | আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় #হুমায়ূন আহমেদ



চেষ্টা করলেই মানুষ ইচ্ছানুযায়ী আনন্দ উপভোগ করতে পারে #লিংকন



যেখানে জীবন আছে, আশা সেখানে থাকবেই। #মার্কাস তুলিয়াস সিসেরো



নারীর বয়স তার দেহে, পুরুষের বয়স তার মনে। #প্রবাদ



মেয়েরা ব্যাক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না। #হুমায়ূন আহমেদ



অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো #হোমার



ভালোবাসো, নয়তো আমার কাছ থেকে দূরে চলে যাও। অ্যাই, সবাই যাচ্ছ কোথায় তোমরা



লোভ আত্মাকে অপবিত্রকরে, ধর্মকে দূর্নীতিগ্রস্ত করে এবং যৌবনকে ধ্বংস করে। শষ্যের জন্য যেমন বৃষ্টির প্রয়োজন তেমনি যুক্তিবাদী মানুষের জন্য প্রয়োজন নৈতিকতার। যে বেশি কসম খায় বা হলফ করে, সে মিথ্যাও বেশি বলে । #দাওয়ানি



যে ব্যক্তি গরীব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবেনা । #হযরত সোলায়মান রাঃ



#যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ  সাহায্য করতে পারে না।



পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহীদের নাম মা। #হুমায়ূন আজাদ



মেয়েদের চরিত্রের মাধুর্য পাওয়া যায় কুমারী অবস্থায়। #প্রবোধকুমার সান্যাল



ও যৌবন ঘুমেরই স্বপন সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন।#হাসন রাজা



গল্প উপন্যাস হলো অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র।\n #হুমায়ূন আহমেদ



কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মতো। #হুমায়ূন আহমেদ



মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা। #হুমায়ূন আহমেদ



প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রাণী হয়ে থাকতে পারে না। কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। #হুমায়ূন আহমেদ যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী। #হুমায়ূন আহমেদ



মহিলাদের ঘ্রাণশক্তি খুবই প্রবল। আমার এক বন্ধুপত্নী স্বামীর সাথে টেলিফোনে আলাপের সময়ও তার স্বামীর মুখে হুইস্কির ঘ্রাণ পান। #হুমায়ূন আজাদ



খুব শিগগির অসম্ভব চমৎকার  একটা কিছু ঘটতে চলেছে তোমার জীবনে, তুমি কি সেটি অনুভব করতে পারো? যার নেশা আর পেশা  মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে?



তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে  হবে অন্যদের অধীনে-  তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য।









tag; বাংলা বিখ্যাত বাক্তিদের মহান উক্তি, কবি হুমায়ান আহমেদ আজাদ এর বাণী, কথা, বাস্তবতার কথা, মেয়েদের নিয়ে মজার উক্তি,  নিউটনের বানী,  উক্তি, হযরত সোলামাইন আ: এর বানী।